শিমুলিয়া ঘাটে ঢাকামুখী যাত্রীদের ঢল

26 April 2021, 7:36:30

লকডাউন শিথিল করে গেল রবিবার (২৫ এপ্রিল) থেকে শপিং মল ও দোকানপাট খুলে দেয়ার পর থেকেই দক্ষিন-পশ্চিমাঞ্চলের প্রায় ২১ জেলার মানুষ ঢাকায় ফেরা শুরু করেছে। ফলে শিমুলিয়া ঘাটে দেখা গেছে হাজার হাজার মানুষের ঢল।

গত বৃহস্পতিবার থেকেই শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুটের ফেরিগুলো বাড়তি যাত্রীর চাপ সামাল দিতে হিমসিম খাচ্ছে। ফেরি পার হয়ে এসে এ সব যাত্রীরা অতিরিক্ত ভাড়া দিয়েই গাদাগাদি করে শিমুলিয়া ঘাট থেকে সিএনজি, অটো-রিকশা, মটোর সাইকেল, ইজিবাইকে করে ঢাকায় ফিরছেন।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহ মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, এ নৌ রুটে ১৬টি ফেরি থাকলেও ড্রাম, কেটাইপ, মিডিয়াম ও ছোটসহ বর্তমানে ১০টি ফেরি চলাচল করছে। শিমুলিয়া ঘাটে অপেক্ষমান কোন গাড়ি না থাকলেও, বাংলাবাজারে ব্যক্তিগত কিছু গাড়ি পার হওয়ার অপেক্ষায় রয়েছে। তবে আজও খানিকটা যাত্রী চাপ রয়েছে বলে জানান এই কর্মকর্তা।

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।