নাকের তৈলাক্ত থেকে যেভাবে মুক্তি পাবেন

24 April 2021, 2:57:20

তৈলাক্ত বা মিশ্র ত্বক যাদের, তারা প্রায় অনেকেই ভোগেন তৈলাক্ত নাকের সমস্যায়। ত্বকের অন্যান্য অংশের চাইতে নাকের ত্বক একটু বেশিই যেন তেলতেলে হয়ে থাকে। কীভাবে মুক্তি পাবেন নাকের তৈলাক্ত ভাব থেকে?

দিনে দুইবার ফেসওয়াস দিয়ে ত্বক পরিষ্কার করুন। এতে বাড়তি তেল দূর হবে ত্বকের।

টোনার ব্যবহার করুন নিয়মিত।

ক্রিম বেইজড নয়, ওয়াটার বেইজড ময়েশ্চারাইজার ব্যবহার করুন।

শিট মাস্ক ব্যবহার করুন।

নাক তেলতেলে হয়ে গেলে বেবি সোপের সাহায্যে পরিষ্কার করে নিন।

নাকের ত্বকের রোমকূপ খুব সহজে তেল জমে বন্ধ হয়ে যায়। সপ্তাহে অন্তত একদিন তাই স্ক্রাবিং করুন।

ব্লটিং পেপারের সাহায্যে মুছে নিতে পারেন এক্সট্রা তেল।

অয়েল ফ্রি সানক্রিন বেছে নিন।

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।