ভারতে ইমোসহ ১৪ মেসেজিং অ্যাপ নিষিদ্ধ

1 May 2023, 7:22:01

পাকিস্তান থেকে আসা জঙ্গিরা ভারতে হামলা চালানোর জন্য নিজেদের সমর্থকদের সঙ্গে যোগাযোগের জন্য ব্যবহার করছে বিভিন্ন মেসেজিং অ্যাপ। তাই হামলা ঠেকাতে ভারতে ইমোসহ মোট ১৪টি মেসেজিং অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে। সম্প্রতি এমন খবরই প্রকাশ করছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

ঈদের ঠিক আগ মুহূর্তে জম্মু ও কাশ্মীরের পুঞ্চে লস্কর জঙ্গিদের গুলি এবং গ্রেনেড হামলায় রাষ্ট্রীয় রাইফেলসের পাঁচজন প্রাণ হারায়। সেই ঘটনার জেরে তৎপর হয়ে উঠে স্থানীয় পুলিশ। সন্দেহভাজন ১২ জনকে গ্রেপ্তারও করা হয়। এরপরই এসব অ্যাপ নিষিদ্ধ করা হলো।

নিষিদ্ধ এই ১৪ অ্যাপগুলো হলো- ক্রিপভাইসার, এনিগ্মা, সেফসুইস, উইক্রেমে, ব্রিয়ার, বিচ্যাট, মিডিয়াফায়ার, ন্যান্ডবক্স, কনিয়ন, ইমো, এলিমেন্ট, সেকেন্ড লাইন, জাঙ্গি এবং থ্রিমা।

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।