আমপাতায় হেঁচকি, বাতের ব্যথা, আঁচিল সহ আরও অনেক রোগ সারে

30 April 2023, 6:16:31

কচি আম পাতায় হেঁচকি, বাতের ব্যাথা, আঁচিলসহ আরও অনেক রোগ সারে জেনে নিন কিভাবে ব্যবহার করবেন। আমপাতায় মেঞ্জিফিরিন নামক একটি সক্রিয় উপাদান থাকে যা স্বাস্থ্যের জন্য ভালো। আমপাতার ঔষধি গুণ-

১. অনেক সময় দেখা যায় বারবার হেঁচকি উঠছে। আমপাতা পুড়িয়া তার ধোঁয়া নাকের কাছে ধরলে সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে।

২. বাতের সমস্যায় কচি আম পাতা খুবই উপকারী। কচি আম পাতা পানিতে ফুটিয়ে প্রতিদিন সে পানি খেলে উপকার পাবেন।

৩. আঁচিল নিরাময়ে আম পাতা খুবই উপকারী। আমপাতা পুড়িয়ে কালো করে নিন। সেই গুঁড়োর মধ্যে সামান্য পানি মিশিয়ে পেস্ট তৈরি করে আঁচিলে লাগান দ্রুত সেরে যাবে।

৪. আম পাতা শুকিয়ে গুঁড়ো করে প্রতিদিন সকালে এক গ্লাস পানি মিশিয়ে খান। কিডনিতে পাথর জমবে না।

৫. কচি আম পাতা ব্লাড প্রেসারকে নিয়ন্ত্রণে রাখে।

৬. শ্বাসকষ্ট ভূগলে প্রতিদিন সকালে আম পাতা দিয়ে তৈরি চা খান। উপকার পাবেন।

৭. আম পাতার সাহায্যে ক্ষত নিরাময় করা সম্ভব। আমপাতা পুড়িয়ে যে ছাই হচ্ছে তা ক্ষত স্থানে লাগালে উপকার পাবেন।

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।