সর্বাত্মক লকডাউনেও শেয়ারবাজারে লেনদেন চলবে

11 April 2021, 12:02:36

আগামী ১৪ এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউনের আভাস দিয়েছে সরকার। যেখানে জরুরি সেবা ছাড়া সবকিছু বন্ধ রাখার ইঙ্গিত দেয়া হয়েছে। এতে শেয়ারবাজারও বন্ধ হয়ে যাবে কি না, তা নিয়ে বিনিয়োগকারীদের মনে শঙ্কা তৈরি হয়েছে।

তবে সর্বাত্মক লকডাউনেও শেয়ারবাজার বন্ধ হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। যদি না ব্যাংকিং কার্যক্রম বন্ধ করা হয়।

বিএসইসি জানিয়েছে, কোভিড-১৯ মহামারিকালসহ সর্বাত্মক লকডাউন চলাকালেও ব্যাংকিং কার্যক্রম চালু থাকলে বিনিয়োগকারীদের স্বার্থে শেয়ারবাজারের সব লেনদেন যথারীতি চালু থাকবে।

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।