মচমচে পটল ভাজা রেসিপি

30 May 2022, 12:56:49

পটল রান্না তো সব সময় খাওয়া হয়। স্বাদের একঘেয়েমি দূর করতে রান্নার বদলে ভেজে নিতে পারেন পটল। মচমচে পটল ভাজা গরম ভাতের সঙ্গে খেতে খুবই সুস্বাদু। জেনে নিন রেসিপি।

উপকরণ:

– ৩০০ গ্রাম পটল,

– বেসন ৪ টেবিল চামচ,

– ময়দা ২ টেবিল চামচ,

– চালের গুঁড়া ২ টেবিল চামচ,

– হলুদের গুঁড়া সামান্য,

– ধনিয়া গুড়া সামান্য,

– ভাজা জিরা ও গরম মসলা গুঁড়া সামান্য,

– কাঁচা মরিচ ২ টা,

– আদা, রসুন, বাটা ১/২ চামচ।

প্রস্তুত প্রণালী: প্রথমে পটল নিন। লম্বালম্বি করে এক অংশের খোসা ছাড়িয়ে পাশের আরেক অংশের খোসা রেখে দিন। এভাবে পুরো পটল নকশা করে ছিলে নিন। লম্বালম্বিভাবে মাঝখান থেকে দুই টুকরো করে নিন। এবার গোড়ার অংশ বাদ দিয়ে নিচের অংশ ফেরে নিন। এমন ভাবে রাকতে হবে যেন গোরা অক্ষত থাকলেও নিচের অংশ ফুলের মতো ছড়িয়ে পড়ে। স্বাদমতো লবণ ও মরিচের গুঁড়া দিয়ে মেখে নিন পটল গুলো।

এবার সবগুলো উপকরণ নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে বাটার তৈরি করুন। খুব পাতলাও না আবার খুব ঘনও হবে না ব্যাপার। পটলগুলো ব্যাটারে ডুবিয়ে গরম তেলে দুইদিক ভেজে নিন। ব্যস, তৈরি হয়ে গেল মচমচে পটল ভাজা।

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।