ত্বকের যত্নে তেলের ব্যবহার জানুন

16 May 2022, 6:02:49

তেল চিটচিটে ত্বক মানেই একটা সমস্যা। কিন্তু ত্বকের যত্নে বিভিন্ন তেলেরও কদর রয়েছে। জানুন…

সরিষার তেল: ত্বকের আর্দ্রতা ঠিক রাখতে পারে এটি। ত্বকের ফাটা দাগ দূর করতেও কাজ করবে। এজন্য শিশুদের সরিষার তেলের মালিশ দেওয়া হয়।

তিলের তেল: তিলের দানার গুনের শেষ নেই। এ থেকেই হয় তিলের তেল। যাদের ত্বকে রোদে পোড়া ভাব আছে, তারা ওই পোড়া দাগ দূর করতে পারেন তিলের তেলের ম্যাসাজের মাধ্যমে।

জলপাই তেল: কোলেস্টেরলের সমস্যা কাটাতে এমনিতেই জলপাই তেল খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এছাড়া এ তেল ত্বকের জন্য উপকারী। বিশেষ করে চুলকানি দূর করা ও খুশকি দূর করতে এটি কাজ করে ভালো।

বাদাম তেল: চেহারায় লাবণ্য ছড়াতে বাদাম তেল মাখেন অনেকে। আবার মশ্চারাইজারের কাজও করে এটি।

সূর্যমুখী তেল: এই তেলের বড় সুবিধা হল এটি ব্যবহারে ত্বকের তেলতেলে ভাব থাকে না। উল্টো ত্বকে আসে সজীবতা।

জেসমিন তেল: জেসমিন তেলের সঙ্গে খানিকটা লেবুর রস মিশিয়ে ব্যবহার করলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে ও জীবাণুমুক্ত হয়।

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।