আদালতে নেওয়া হয়েছে বিএনপি নেতা ইশরাককে

6 April 2022, 2:33:50

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শ্রমিক দলের লিফলেট বিতরণকালে রাজধানীর মতিঝিল থেকে গ্রেপ্তার বিএনপি নেতা ইশরাক হোসেনকে আদালতে তোলা হয়েছে।

বুধবার দুপুর ১টার দিকে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়।

এরআগে আজ বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মতিঝিল থেকে তাকে আটক করে পুলিশ। পরে ২০২০ সালের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের এক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

প্রকৌশলী ইশরাক হোসেন ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ১ নম্বর সদস্য। তিনি ২০২০ সালের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে ধানের শীষ প্রতীকে মেয়র পদে প্রার্থী ছিলেন।

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।