সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ হাসপাতালে

4 April 2021, 1:12:06

অসুস্থ হয়ে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের জনপ্রিয় সংগীত পরিচালক ও গায়ক হাবিব ওয়াহিদ। এই শিল্পীর ফুসফুসে সংক্রমণ হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন।

এই তথ্য জানিয়েছেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আশীষ চক্রবর্তী। তিনি বলেন, ‘ফুসফুসের সংক্রমণ নিয়ে ভর্তি হয়েছেন হাবিব ওয়াহিদ। তার শারীরিক পরিস্থিতি সার্বক্ষণিক নজরে রাখা হচ্ছে।’

ফুসফুসে সংক্রমণ হলেও এই সংগীতশিল্পী করোনা ভাইরাসে আক্রান্ত কি না, সে সম্পর্কে কিছু জানাননি ইউনিভার্সেল হাসপাতালের পরিচালক ডা. আশীষ চক্রবর্তী।

প্রসঙ্গত, হাবিব ওয়াহিদের আরও একটি বড় পরিচয় তিনি দেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী ফেরদৌস ওয়াহিদের একমাত্র সন্তান। লন্ডনে পড়াশোনা চলাকালীন সময় থেকে হাবিব গানের সঙ্গে যুক্ত। পরবর্তীতে দেশে এসে পেশাদার সংগীতশিল্পী হিসেবে কাজ শুরু করেন।

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।