হেলমান্দ প্রদেশে দাড়ি কাটায় নিষেধাজ্ঞা দিলো তালেবান

27 September 2021, 10:35:25

আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে দাড়ি শেভ বা ছাটাইয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে স্থানীয় তালেবান প্রশাসন। মূলত নাপিতদের ওপর এ বিষয়ক একটি নিষেধাজ্ঞা দিয়েছে গোষ্ঠীটি। রাজধানী কাবুলের কিছু নাপিতও একই নির্দেশনা পেয়েছেন বলে জানিয়েছেন। খবর প্রকাশ করেছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, তালেবান বলছে, দাড়ি শেভ বা ছাটাই করা ইসলাম পরিপন্থি বা শরিয়াহ আইন লঙ্ঘন করে। আর যদি কেউ এ আইন অমান্য করে তাহলে তাকে কঠোর শাস্তি দেওয়া হবে।

হেলমান্দ প্রদেশের সেলুনগুলোতে একটি করে নোটিশ ঝুলিয়ে দিয়েছে তালেবান কর্মকর্তারা। সেটিতে বলা হয়েছে, চুল ও দাড়ি কাটার ক্ষেত্রে নাপিতদেরকে অবশ্যই শরিয়াহ আইন অনুসরণ করতে হবে। কেউ এই নোটিশের বিরুদ্ধে অভিযোগ করতে পারবে না এবং সেই অধিকার কারো নেই।

কাবুলের একজন নাপিত বলেন, ‘তালেবান যোদ্ধারা আসছেন এবং দাড়ি কাটা বন্ধ করতে নির্দেশ দিচ্ছেন। তাদের মধ্যে একজন আমাকে বলেছে, তারা আমাদের ধরতে সাদা পোশাকে ইন্সপেক্টর পাঠাবে।’

আরেকজন নাপিত বলেন, তালেবান সরকারের কর্মকর্তার পরিচয় দিয়ে এক ব্যক্তি তাকে ফোনে বলেন, আমেরিকান স্টাইল বন্ধ এবং কারো দাড়ি শেভ বা ছাটাই করতে নিষেধ করা হয়েছে।

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।