কঠোর লকডাউন উপেক্ষা করে মহাসড়কে চলছে দূরপাল্লার বাস!

23 July 2021, 11:45:16

বিধিনিষেধ শিথিলের পর শুক্রবার ভোর ৬টা থেকে আবার ১৪ দিনের কঠোর লকডাউন শুরু হয়েছে। কিন্তু দক্ষিণাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে খ্যাত ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে কঠোর লকডাউন উপেক্ষা করে চলছে দূরপাল্লার যানবাহন।

ADVERTISEMENT

সরেজমিন শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে দূরপাল্লার বাস চলতে দেখা গেছে।

এই রুটে চলাচলকারী ঈগল পরিবহনের দৌলতদিয়ার দায়িত্বরত ঘাট সুপারভাইজার ভরত মন্ডল যুগান্তরকে বলেন, আমাদের রাতের কিছু গাড়ি পাটুরিয়া প্রান্তে এখনও পারের অপেক্ষায় আটকে আছে। রাতে গাড়িগুলো ফেরিতে পার হতে পারেনি। তবে দুপুর ১২টা পর্যন্ত গাড়িগুলো পার করে কঠোর লকডাউন শুরু করতে পারবে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

এ বিষয়ে বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. শিহাব উদ্দিন যুগান্তরকে বলেন, সরকারের জারি করা নির্দেশ রাতেই পেয়েছি। তবে বৃহস্পতিবার রাতে আটকে থাকা যানবাহনগুলোকে পারাপার করা হচ্ছে। এগুলো পারাপার শেষ হলেই কঠোর লকডাউনের নির্দেশনা মেনে নিয়ম অনুযায়ী গাড়ি পারাপার করা হবে।

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।