তৃতীয় দিনে দুপুর পর্যন্ত ঢাকায় ১৮৪ জন গ্রেফতার

3 July 2021, 6:04:15

করোনা সংক্রমণ রোধে সাত দিনের সর্বাত্মক লকডাউন দিয়েছে সরকার। কঠোর এ বিধিনিষেধের তৃতীয় দিনে রাজধানীতে ১৮৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। লকডাউনের বিধিনিষেধ পালন না করায় তাদের গ্রেফতার করা হয়েছে।

শনিবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত তাদের রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে বলে ডিএমপির মিডিয়া উইং থেকে জানানো হয়।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়, তৃতীয় দিনের লকডাউননে নিয়ম অমান্য করে বাইরে বের হওয়ায় দুপুর ১২টা পর্যন্ত ১৮৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৫০ হাজার ৬৪০ টাকা জরিমানা করা হয়েছে।

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।