
খালেদা জিয়ার উপদেষ্টা কামরুল মনির আর নেই

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা কামরুল মনির ইন্তেকাল করেছেন (ইন্না…রাজিউন)।
এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন। তিনি জানান, শুক্রবার ভোরে রাজশাহী নগরীর সাগরপাড়ায় নিজ বাসভবনে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭২ বছর।
কামরুল মনির মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন।
তিনি স্ত্রীকে নিয়ে সাগরপাড়ার বাড়িতে থাকতেন। তাদের কোনো সন্তান নেই।
কামরুল মনির রাজশাহী জেলা ও মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং রাজশাহী জজ কোর্টের সাবেক পিপি।
আইন পেশার পাশাপাশি সাংবাদিকতার সঙ্গেও যুক্ত ছিলেন কামরুল মনির। তিনি দৈনিক বার্তার সম্পাদক ছিলেন।


প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: