Thursday 18 April, 2024

For Advertisement

পাপুলের আসনে নৌকা পেলেন নুরউদ্দিন চৌধুরী নয়ন

13 March, 2021 7:38:43

লক্ষীপুর-২ আসনের উপনির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন।

অর্থ ও মানবপাচারের অভিযোগে কুয়েতে কাজী শহিদুল ইসলাম পাপুলের কারাদণ্ড হওয়ায় আসনটি শূন্য হয়। আগামী ১১ এপ্রিল এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

শনিবার বিকালে গণভবনে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের বৈঠকে আওয়ামী লীগের প্রার্থী বাছাই করা হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অর্থ ও মানব পাচারের মামলায় গত ২৮ জানুয়ারি কাজী শহিদ ইসলাম পাপুলকে চার বছরের সশ্রম কারাদণ্ড দেয় কুয়েতের আদালত। পাশাপাশি তাকে ১৯ লাখ কুয়েতি রিয়াল বা ৫৩ কোটি টাকা জরিমানাও করা হয়। নৈতিক স্থলনজনিত ফৌজদারি অপরাধে দণ্ডিত হওয়ায় পাপুলের সংসদ সদস্য পদ বাতিল করা হয়। ওই আসন শূন্য ঘোষণা করে গত ২২ ফেব্রুয়ারি গেজেট প্রকাশ করে জাতীয় সংসদ সচিবালয়।

২০১৮ সালের নির্বাচনে ওই আসনটিতে ক্ষমতাসীন আওয়ামী লীগ কোনো প্রার্থী দেয়নি। স্বতন্ত্র প্রার্থী কাজী শহিদ ইসলাম পাপুলকে অঘোষিতভাবে ছেড়ে দেয় আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore