ইন্টারনেট
হোম / রাজনীতি / বিস্তারিত
ADS

৯ বছর আগের মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান

2 December 2024, 5:36:55

গাজীপুরে ৯ বছর আগে করা একটি বিস্ফোরক আইনে দায়ের করা মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে গাজীপুরের বিভিন্ন থানায় দায়ের করা ৪টি মামলা থেকে তিনি খালাস পেলেন।

সোমবার (২ ডিসেম্বর) দুপুরে গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আহমেদ শাহরিয়ার আরিক এ আদেশ দেন।

মামলায় তারেক রহমান ছাড়াও গাজীপুর বিএনপি ও জামায়াতের আরো ৬০ নেতাকর্মী এ মামলা থেকে খালাস পেয়েছেন।
আদালত সূত্রে জানা গেছে, বাসে পেট্রোল বোমা নিক্ষেপে ও নাশকতার অভিযোগ এনে ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে তৎকালীন জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আবুল হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

আদালতে বিবাদী পক্ষে ড. সহিদউজ্জামান, সিদ্দিকুর রহমান, মুস্তফা কামাল, নাছির উদ্দিন আরমান আলীসহ বিপুল সংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: