Friday 17 May, 2024

For Advertisement

স্বতন্ত্রদের সমর্থনে ৪৮টি সংরক্ষিত নারী আসনে প্রার্থী দেবে আ.লীগ, ইসিতে চিঠি

31 January, 2024 6:06:02

সংরক্ষিত নারী আসন বণ্টন বিষয়ে ১৪ দলীয় শরিকদের জোটবদ্ধ করে ও স্বতন্ত্রদের সমর্থন সংক্রান্ত চিঠি নির্বাচন কমিশনে জমা দিয়েছে আওয়ামী লীগ। স্বতন্ত্র সংসদ সদস্যদের সমর্থন মেলায় এবার ৪৮টি আসন পাচ্ছে ক্ষমতাসীন দলটি।

বুধবার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত জোটবদ্ধ হওয়া সংক্রান্ত চিঠি নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলমের কছে জমা দিয়েছে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল।

দুপুরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দ্বাদশ সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনের নেতৃত্বে প্রতিনিধিদলটি এই চিঠি হস্তান্তর করে।

চিঠি জমা শেষে নির্বাচন কমিশনে দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া সাংবাদিকদের বলেন, “দ্বাদশ সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনের বিষয়ে আমরা কাদের সঙ্গে জোটবদ্ধ হয়েছি সে বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক স্বাক্ষরিত পত্র নিয়ে এসেছি।”

প্রতিনিধিদলের প্রধান হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, “আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদেরকে স্বতন্ত্র ৬২ জন সংসদ সদস্য সমর্থন দেবেন। সেই সমর্থনসূচক আলাদা আালাদা চিঠি তাদের স্বাক্ষরসহ আওয়ামী লীগের মাধ্যমে সন্নিবেশিত করে ইসি সচিবের কাছে জমা দিয়েছি। কমিশন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।’

দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ২২৩ আসন, ১৪ দলীয় শরিক জাসদ ১টি ও ওয়ার্কার্স পার্টি ১টি আসন পেয়েছে। আর স্বতন্ত্র ৬২ জন নির্বাচিত হয়েছেন। কল্যাণ পার্টি ১টি আসন পেয়েছে। জাতীয় পার্টি ১১টি আসন পেয়েছে।

সংখ্যানুপাতিক পদ্ধতিতে নারী আসনের ৫০টির মধ্যে আওয়ামী লীগ ৩৮টি, জাতীয় পার্টি ২টি ও স্বতন্ত্ররা ১০টি আসন পায়। স্বতন্ত্ররা তাদের ১০টি আসন আওয়ামী লীগের হাতে ছেড়ে দিয়েছে। ফলে ৪৮টি আসন পাচ্ছে আওয়ামী লীগ। বাকি দুটি থাকছে জাতীয় পার্টির জন্য।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দ্বাদশ সংসদের হুইপ বলেন, ‘ইসির চিঠির প্রেক্ষিতে আওয়ামী লীগের সংসদ সদস্যের পাশাপাশি ১৪ দলীয় জেটের আরও দুজন সংসদ সদস্য নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছেন। ৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন; তারাও সম্মতি দিয়েছেন আওয়ামী লীগ সংরক্ষিত নারী আসনে যাদের মনোনয়ন দেবেন তাদেরকে তারা সমর্থন দেবেন।’

ইসি সচিব জাহাংগীর আলম বলেন, ‘নারী আসন নিয়ে প্রত্যেক স্বতন্ত্র সংসদ সদস্য তাদের অবস্থান জানিয়েছেন। তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তাদের ক্ষমতাটি অর্পণ করেছেন। ৬২ জনই তাদের ভোটাধিকার আওয়ামী লীগ সভানেত্রীর নিকট সমর্পণ করেছেন। আওয়ামী লীগ যাকে মনোনয়ন দেবেন তাকেই সমর্থন দেবেন।’

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore