Friday 17 May, 2024

For Advertisement

নির্বাচনের পরের সংকট কাটিয়ে উঠেছে সরকার: ওবায়দুল কাদের

19 January, 2024 6:05:27

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরের সংকট সরকার কাটিয়ে উঠতে পেরেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘নির্বাচনের পরের সংকট কাটিয়ে উঠতে পেরেছে সরকার। সরকার এবার দেশের দ্রব্যমূল্যসহ নানা সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করছে।’

আজ শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

মন্ত্রী বলেন, ‘এবারের নির্বাচন দেশের জন্য একটি মাইলফলক। নির্বাচনের পরেও বিএনপি এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পাঁয়তারা করছে। তবে জনগণের চেষ্টায় সেসব অপচেষ্টা ব্যর্থ হয়েছে। এতো ষড়যন্ত্রের পরও যে পরিমাণ ভোট পড়েছে তা সন্তোষজনক।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির নির্বাচনে অংশ না নেওয়া ছিল দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ। এখনও দলটি নানাভাবে চেষ্টা করছে দেশকে নিয়ে অপপ্রচার করতে।’

অগ্নিসন্ত্রাসসহ সব ধরনের সহিংসতা বন্ধ থাকলেও বিএনপি-জামায়াত যেকোনো সময় বড় ধরনের সহিংসতা করতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন কাদের। তিনি বলেন, ‘বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা জেল জরিমানাসহ পালিয়ে বেড়াচ্ছে, এছাড়া শক্তি সঞ্চয় করতেও তারা সময় নিচ্ছে।’

এসময় বিএনপিকে নেতিবাচক রাজনীতি না করে ইতিবাচক রাজনীতি করার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘তাদের ভালো কথা বলে কোনো লাভ নেই। তারা আগুনসন্ত্রাস, সহিংসতা ছাড়া কিছুই বোঝে না।’

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore