
একই আসনে লড়বেন জিএম কাদের ও আরাফাত
28 November 2023, 11:14:42

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির পক্ষ থেকে ঢাকা-১৭ আসনে লড়বেন দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। একই আসনে আওয়ামী লীগের পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে মোহাম্মদ এ আরাফাতকে। ঢাকা ১৭ ছাড়াও রংপুর-৩ আসনেও প্রার্থী হয়েছেন জি এম কাদের। এই আসন থেকে একাদশ নির্বাচনে সাদ এরশাদ সংসদ সদস্য হয়েছিলেন।
সোমবার (২৭ নভেম্বর) বিকাল সাড়ে ৫টার দিক দলের চেয়ারম্যানের বনানী কার্যালয়ের সংবাদ সম্মেলনের মাধ্যমে পার্টির মহাসচিব মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু মনোনয়ন ঘোষণা করেন। রওশন এরশাদের আসন ফাঁকা রেখে ২৮৯ আসনে প্রার্থী ঘোষণা করেছে জাপা।


প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: