- স্বাস্থ্যের সেই গাড়িচালক মালেকের ১৩ বছরের কারাদণ্ড
- চুয়াডাঙ্গায় নামাজরত বাবাকে হত্যা করলো ছেলে
- সাবমেরিন ক্যাবল কোম্পানির সব ধরনের ইন্টারনেটের দাম কমছে ১০ শতাংশ
- ৩ এপ্রিল ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
- বিসিবির সঙ্গে চুক্তি শেষ হতেই প্রকাশ্যে জুয়ার প্রচারে সাকি
- যুক্তরাষ্ট্রে পার্কে বন্দুক হামলা, নিহত ৩
- সেনাপ্রধানের সঙ্গে সেদিন হাসনাত-সারজিসের যে কথা হয়েছিল

রবিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক বিএনপির

রবিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। সরকার পতনের দাবি ও মহাসমাবেশে হামলার প্রতিবাদ জানিয়ে শনিবার দুপুরে মঞ্চ থেকে এই কর্মসূচির ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে স্থগিত রেখে হ্যান্ডমাইকে হরতালের ঘোষণা দেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশি তাণ্ডবের প্রতিবাদে আগামীকাল সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল।’
পরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঢাকায় হরতালের বিষয়টি ঢাকা টাইমসকে নিশ্চিত করেন।
পরে দলের পক্ষ থেকেও জানানো হয়, হরতালের কর্মসূচি ঢাকায় নয়, সারাদেশেই পালিত হবে।
পূর্বঘোষিত কর্মরসূচি অনুযায়ী শনিবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করছিল বিএনপি। বিপুল নেতাকর্মীর অংশগ্রহণে কার্যালয়ের আশপাশের এলাকাও লোকারণ্য হয়। বিএনপির নেতাকর্মীদের সংখ্যা বাড়তে থাকলে তা কাকরাইল মোড় ছাড়িয়ে বিচারপতির বাসভবনের সামনের মোড়েও চলে আসে। এরই মধ্যে দুপুরে মহাসমাবেশ চলাকালে কাকরাইলে অবস্থানরত নেতাকর্মীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা গেছে, বিএনপি নেতাকর্মীরা কাকরাইল মসজিদ পর্যন্ত অবস্থান নিলে হোটেল কন্টিনেন্টাল থেকে আওয়ামী লীগের একটি মিছিল প্রধান বিচারপতির বাসভবনের সামনে এলে সংঘর্ষের সূত্রপাত হয়। একপর্যায়ে পুলিশ-আওয়ামী লীগ ও বিএনপির ত্রিমুখী সংঘর্ষে পুরো কাকরাইল, মৎস্যভবন এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
এসময় পুলিশের সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেলের মুহুর্মুহু বিকট শব্দে এলাকা কেঁপে ওঠে। এতে সাংবাদিকসহ অসংখ্য বিএনপি নেতাকর্মী আহত হয়।
এই হামলার প্রতিবাদে সমাবেশের মঞ্চ থেকে রবিবার সারাদেশে হরতাল পালনের ডাক দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: