ইন্টারনেট
হোম / রাজনীতি / বিস্তারিত
ADS

বিএনপির নতুন কর্মসূচির ঘোষণা ১৮ সেপ্টেম্বর

15 September 2023, 1:21:00

আগামী সোমবার (১৮ সেপ্টেম্বর) নতুন কর্মসূচি ঘোষণা করবে বিএনপি, এ কথা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে কখনও সুষ্ঠু নির্বাচন হবে না। আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। একইসঙ্গে নতুন নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হতে হবে।

এ সময় মির্জা ফখরুল অভিযোগ করেন, রাজধানীর পুরনো মার্কেটগুলোয় আগুন দেয়া হচ্ছে, কারণ সরকার নতুন মার্কেট তৈরি করতে চায়।

আর এসব মার্কেটে নিজস্ব লোকদের দোকান বরাদ্ধ দিতে চায় আওয়ামী লীগ। এই অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দেয়ার দাবি করেন বিএনপি মহাসচিব।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: