ইন্টারনেট
হোম / রাজনীতি / বিস্তারিত
ADS

করোনায় আক্রান্ত মির্জা ফখরুল

23 May 2023, 12:36:54

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফের করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (২৩ মে) সকালে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার (২২ মে) দুপুর থেকেই বিএনপি মহাসচিব অসুস্থ বোধ করছিলেন। পরে করোনা টেস্ট করতে দিলে মঙ্গলবার (২৩ মে) সকাল ১০টায় কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট পেয়েছেন। এখন চিকিৎসকদের পরামর্শে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হচ্ছে।

মির্জা ফখরুল এ নিয়ে তৃতীয়বার করোনা আক্রান্ত হলেন। ২০২২ সালের ১১ জানুয়ারি তিনি প্রথম করোনা পজিটিভ হয়েছিলেন। মির্জা ফখরুলের করোনা প্রতিরোধী চারটি টিকা নেওয়া আছে। দল ও পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে বলেও জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: