ইন্টারনেট
হোম / রাজনীতি / বিস্তারিত
ADS

পাঁচ সিটির ভোট: প্রথম দিনে আ.লীগের মনোনয়নপত্র নিলেন ১৭ জন

10 April 2023, 1:19:37

গাজীপুর, বরিশাল, খুলনা, রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে দলীয় মমোনয়ন ফরম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ।

রবিবার সকাল থেকে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে মনোনয়োন ফরম বিতরণ শুরু হয়।

প্রথম দিনে পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১৭ জন। এছাড়া একইদিনে পাঁচ পৌরসভা নির্বাচনে চারজন এবং তিন উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন পাঁচজন।

আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান বলেন, রবিবার সকাল থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। আগামী ১২ এপ্রিল বিকাল ৪টা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবে।

গাজীপুর সিটি করপোরেশনে মনোনয়ন নিয়েছেন সাতজন। তারা হলেন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান, গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের আহব্বায়ক মো. কামরুল আহসান সরকার রাসেল, গাজীপুর মহানগর ২৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো. মেজবাহউদ্দিন সরকার রুবেল, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস আহম্মেদ, গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের যুগ্ম আহব্বায়ক মো.সাইফুল ইসলাম, আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সাবেক সদস্য আব্দুল্লাহ আল মামুন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আসাদুর রহমান রিমন,

বরিশাল সিটি করপোরেশন মনোনয়ন নিয়েছেন চারজন। তারা হলেন- বাংলাদেশ আওয়ামী যুবলীগের সদস্য আবুল খায়ের আব্দুল্লাহ, বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহব্বায়ক মাহমুদুল হক খান মামুন, বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মো. জসিম উদ্দিন, বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান।

খুলনা সিটি করপোরেশনের বর্তমান মেয়র তালুকদার আব্দুল খালেকের পক্ষে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

রাজশাহী সিটি করপোরেশনে প্রথম দিনে কেউ মনোনয়ন নেননি। তবে এদিন সিলেট সিটি করপোরেশনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়েছেন পাঁচজন।

তারা হলেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, সিলেট মহানগর আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আরমান আহমদ শিপলু, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদ উদ্দিন আহমদ, সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আজাদুর রহমান আজাদ।

এছাড়া পাঁচটি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন চারজন এবং তিন উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন পাঁচজন।

মনোনয়ন ফরম সংগ্রহ শেষে বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দীন বলেন, ‘আমাকে দল থেকে মনোনীত করলে আমি বিজয়ী হবো। স্মার্ট বাংলাদেশ গড়ার অংশ হিসেবে বরিশাল সিটি করপোরেশনকে আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাজ করতে চাই।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: