ইন্টারনেট
হোম / রাজনীতি / বিস্তারিত
ADS

সাবের হোসেন চৌধুরীর কূটনৈতিক পাসপোর্ট বাতিল

6 April 2023, 11:13:25

সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীর কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার (৫ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও এমআরপি অনুবিভাগ এ বিষয়ে আদেশ (জিও) জারি করেছে।

আদেশে বলা হয়, গত মঙ্গলবার সাবের হোসেন চৌধুরী এমপি তার কূটনৈতিক পাসপোর্টটি (ডি-০০০১০৮৯৩) বাতিলের আবেদন করেন। একইসঙ্গে আবেদনে তাকে একটি সাধারণ পাসপোর্ট করার জন্য অনাপত্তি সনদ (এনওসি) দেয়ার অনুরোধ করেন। তার আবেদন গ্রহণ করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

তবে এর পেছনে ঠিক কী রহস্য বা কারণ বিদ্যমান কিংবা কোন প্রেক্ষাপটে মিস্টার চৌধুরী প্রাধিকার বলে প্রাপ্ত নিজের কূটনৈতিক পাসপোর্টটি বাতিলের আবেদন করেছেন তা তাৎক্ষণিক জানা সম্ভব হয়নি। আবেদনের পরিপ্রেক্ষিতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে তার কূটনৈতিক পাসপোর্টটি বাতিল এবং সাধারণ পাসপোর্ট ইস্যু করার অনুমোদন দেওয়া হয়। আদেশের অনুলিপি অভিবাসন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক বরাবর পাঠানো হয়েছে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: