ইন্টারনেট
হোম / রাজনীতি / বিস্তারিত
ADS

বিশ্ব এক ভয়াবহ অবস্থা অতিবাহিত করছে: জিএম কাদের

2 April 2023, 10:48:44

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এমপি বলেছেন, বর্তমানে বিশ্ব পরিস্থিতি এক ভয়াবহ অবস্থা অতিবাহিত করছে। আমরা চাই পবিত্র এ মাহে রমজানে সবার শুভবুদ্ধির উদয় হোক। আমরা যেন এই পৃথিবীতে শান্তিপূর্ণ সহাবস্থান করতে পারি।

তিনি আরও বলেন, একটি আন্তর্জাতিক সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে- বাংলাদেশসহ বিশ্বের ৫৩টি দেশের ২২২ বিলিয়ন মানুষ তীব্র খাদ্য সংকটে পড়তে পারে।

এছাড়া জ্বালানি সংকটে বিশ্ব হুমকির মুখে পড়বে। আমাদের প্রত্যাশা মহান আল্লাহ যেন পবিত্র রমজানের পূর্ণ নেয়ামতে বিশ্বে শান্তিময় পরিস্থিতি বজায় রাখেন।

রোববার রাজধানীর একটি হোটেলে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, কূটনীতিক এবং দেশের বিশিষ্টজনদের সম্মানে জাতীয় পার্টির পক্ষ থেকে দেওয়া ইফতার এবং দোয়া মাহফিলে জিএম কাদের এসব কথা বলেন।

আমেরিকা, ব্রিটেন, কানাডা, নেপাল, চীন, ইরান, কসোভো, ভারত, নেদারল্যান্ডস, ইউরোপীয় ইউনিয়ন, সুইজারল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, জাপানের কূটনীতিকরা এতে উপস্থিত ছিলেন।
রাজনৈতিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, ভাইস চেয়ারম্যান মনিরুল হক চৌধুরী, জাতীয় পার্টি জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি, সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, বিকল্পধারা বাংলাদেশ মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান এমপি, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, গণফোরামের সভাপতি মোস্তফা মহসিন মন্টু, ইসলামী ঐক্যজোট চেয়ারম্যান আবুল হাসনাত আমিনী, মহাসচিব মুফতি ফয়জুল্লাহ, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) আহ্বায়ক এএসএম সোলায়মান চৌধুরী, যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম, সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু।

বিশিষ্টজনদের মধ্যে মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. নাজমুল আহসান কলিমুল্লাহ, সুশাসনের জন্য নাগরিক-সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার।
জাতীয় পার্টির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশিদ এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি ও অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি।

এছাড়া জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আবুল কাশেম, গোলাম কিবরিয়া টিপু, সাহিদুর রহমান টেপা, শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, ফখরুল ইমাম এমপি, সৈয়দ মোহাম্মদ আবদুল মান্নান, হাবিবুর রহমান, সুনীল শুভরায়, এস এম ফয়সাল চিশতী, মীর আব্দুস সবুর আসুদ, মাহমুদুল ইসলাম চৌধুরী, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, এটিইউ তাজ রহমান, সোলায়মান আলম শেঠ, শফিকুল ইসলাম সেন্টু, রেজাউল ইসলাম ভূঁইয়া, আলহাজ্ব মো. মিজানুর রহমান, সৈয়দ দিদার বখত, নাজমা আকতার এমপি, আবদুস সাত্তার মিয়া, আলমগীর সিকদার লোটন, এমরান হোসেন মিয়া, নাছির ইউ মাহমুদ, জহিরুল ইসলাম জহির, মোস্তফা আল মাহমুদ, মোহাম্মদ আতিকুর রহমান আতিক, জহিরুল আলম রুবেল, সংসদ সদস্য রওশন আরা মান্নান, শেরীফা কাদের, শরিফুল ইসলাম জিন্নাহ, নূরুল ইসলাম তালুকদার, আহসান আদেলুর রহমান, চেয়ারম্যানের বিশেষ দূত মাসরুর মওলা প্রমুখ উপস্থিত ছিলেন।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: