Saturday 4 May, 2024

For Advertisement

নির্বাচনে কোন দিকে যাবো এখনো সিদ্ধান্ত হয়নি’

5 October, 2022 3:27:15

জাতীয় পার্টির চেয়ারম্যান (জাপা) জিএম কাদের বলেছেন, আগামীতে রাজনীতিতে অনেক উত্তেজনা ও উত্থান-পতন হবে। তাই কোন দিকে যাবেন তা এখনো ঠিক করেনি জাপা। জাতীয় পার্টি ইভিএম ও নির্বাচন নিয়ে জনগণ ও দলের মতামত নেবে এবং পরে সিদ্ধান্ত নেবে। মঙ্গলবার (৪ অক্টোবর) বিকেলে লালমনিরহাট পরিদর্শনের পর সার্কিট হাউস মাঠে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, পার্টি মহাজোট থেকে সরে এসেছে। কিন্তু সংসদ থেকে নড়বে না। জনগণের স্বার্থে সংসদ ছাড়ব না। কথা বলার জন্য সংসদে থাকতে হবে। তবে এখনো সিদ্ধান্ত হয়নি ইভিএমে নির্বাচনে যাবে কিনা। তিনি বলেন, বিএনপির আমলে হাওয়া ভবনের মাধ্যমে লুটপাট হয়েছে। ভেবেছিলাম আওয়ামী লীগ লুটপাট করবে না। তবে বিএনপির চেয়ে আওয়ামী লীগই বেশি করেছে।এ সময় উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন লেমন, সাবেক কমিশনার নজরুল ইসলাম বাদশা, আনছার আলী, আফজাল হোসেন, আলমগীর হোসেন প্রমুখ।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore