Saturday 27 April, 2024

For Advertisement

ঈদের দিন বৃষ্টির পূর্বাভাসে যা জানালো আবহাওয়া অফিস

17 July, 2021 6:48:34

দেশের বিভিন্ন স্থানে টানা দুই দিন ধরে চলছে থেমে থেমে বৃষ্টিপাত। আসন্ন পবিত্র ঈদুল আজহার দিনে বৃষ্টি নিয়ে তাই চিন্তিত দেশের মানুষ। কোরবানির দিনে বৃষ্টির ফলে তৈরি হতে পারে নানা বাঁধা বিপত্তি। তবে স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অফিস। এবারে ঈদের দিন রাজধানী ঢাকাসহ দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছে তারা। তারা জানায়, চলতি সপ্তাহে আগামী মঙ্গলবার পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারী ও ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে, ঈদুল আজহার দিন বুধবার বৃষ্টি তেমন থাকবে না। সেদিনের আকাশ হবে রোদ ঝলমলে।

শনিবার (১৭ জুলাই) দুপুরে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম রুহুল কুদ্দুস আবহাওয়ার এ পূর্বাভাস জানিয়েছেন।

ঈদের দিন ঢাকার আবহাওয়া নিয়ে রুহুল কুদ্দুস জানান, ঈদের দিন ও ঈদের পরদিন ঢাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দিনভর রোদও থাকবে। এ সময় রাজধানীর তাপমাত্রা থাকতে পারে ৩৪ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া, দেশের স্থলভাগে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় হয়ে একটি লঘুচাপ সৃষ্টি করেছে। লঘুচাপটি রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় বিরাজ করছে। যার ফলে আগামী তিন দিন বৃষ্টি হবে।

বুধবার ঈদের দিনও দেশের আটটি বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সে সময় বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ কমে যাবে। ফলে বৃষ্টির পরিমাণ থাকবে কম। আবার সব বিভাগেরই ৬০ থেকে ৭০ শতাংশ এলাকা জুড়ে রোদ থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore