কাল থেকে বৃষ্টি কমতে পারে
দেশ জুড়ে আষাঢ়ে বৃষ্টি চলছে। সারা দেশের কোথাও মাঝারি আবার কোথাও ভারি বৃষ্টি। তবে বৃষ্টির এ প্রবণতা আগামী কয়েক দিন কমে আসার আভাস দিয়েছে আবহাওয়া অফিস।
শুক্রবার থেমে থেমে রাজধানীসহ দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টি চলছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে এদিন। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।
জ্যেষ্ঠ আবহাওয়াবিদ ড. আব্দুল মান্নান বলেন, গত তিন দিন ধরে বৃষ্টিপাত হয়েছে বেশ। আগামী দুদিনও দেশের সর্বত্র বৃষ্টি থাকবে; তবে বৃষ্টিপাতের প্রবণতা কমবে। যে পরিমাণ বৃষ্টি তিন ধরে চলল, আগামী কয়েক দিন পরিমাণে ততটা হবে না।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় কক্সবাজারে দেশের সর্বোচ্চ ১১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময় ঢাকায় ৩৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়া দেশের সব বিভাগে হালকা থেকে মাঝারি বর্ষণ রয়েছে।
ভারি বর্ষণ হলে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার ভূমিধসের শঙ্কার কথাও মনে করিয়ে দিয়েছে আবহাওয়া অফিস।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: