ইন্টারনেট
ADS

২৯ মার্চ পবিত্র শবে বরাত

14 March 2021, 8:05:21

দেশের আকাশে কোথাও পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল রজব মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। সেই হিসেবে আগামী ২৯ মার্চ সোমবার দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে।

রবিবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম।

পবিত্র রমজানের আগের মাস শাবান। এই মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি উপমহাদেশে ‘শবে বরাত’ বা ভাগ্য রজনী হিসেবে বিশেষ গুরুত্বের সঙ্গে পালিত হয়। কোরআন-হাদিসে এই রাতের বিভিন্ন ফজিলতের কথা উল্লেখ আছে। এজন্য রাতটি মুসলিমরা ইবাদত-বন্দেগিতে কাটান। পরদিন সরকারি ছুটি থাকে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: