ইন্টারনেট
হোম / জাতীয় / বিস্তারিত
ADS

‘সরকার বসে নেই, আবু ত্ব-হাকে খুঁজে বের করার চেষ্টা চলছে’

17 June 2021, 9:38:12

আলোচিত বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের ‘নিখোঁজ’ থাকার বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, সরকার বসে নেই, আবু ত্ব-হাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

প্রায় সপ্তাহখানেক ধরে আবু ত্ব-হার ‘সন্ধান’ না মেলার বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে মন্ত্রী এ কথা বলেন।

গত ১০ জুন রংপুর থেকে রওয়ানা দিয়ে ঢাকার গাবতলী এলাকায় পৌঁছানোর পর থেকে ত্ব-হার ‘খোঁজ মিলছে না’ বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। সঙ্গে নিখোঁজ হয়েছেন ত্ব-হার আরও দুই সঙ্গী এবং গাড়িচালক। এ নিয়ে বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার সাংবাদিকদের বলেন, আবু ত্ব-হা মুহাম্মদ আদনানসহ চারজনকে উদ্ধারে অন্যান্য সংস্থার সঙ্গে কাজ করছে ডিবি।

জানতে চাইলে আনিসুল হক বলেন, ‘এ ঘটনার ব্যাপারে আমার মন্ত্রণালয় কোনো প্রতিক্রিয়া জানাতে পারে না। তবে আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর অবশ্যই দায় বর্তায়। যে কোনো ব্যক্তি নিখোঁজ হয়ে গেলে তাকে খুঁজে বের করব। যারা আবু ত্ব-হাকে নিখোঁজ করেছেন, তাদের অবশ্যই আইনের আওতায় এনে বিচার করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রীও ঠিক এমনটিই বলেছেন।’

বিভিন্ন মহল থেকে ত্ব-হার নিখোঁজের বিষয়ে উদ্বেগ প্রকাশের ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে মন্ত্রী বলেন, ‘সরকার তো বসে নেই। আমরা বলছি, আবু ত্ব-হাকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। এটি আসলে কী ঘটছে তা বলার সময় আসেনি। অনেক সময় নিজেরাও দ্বন্দ্বের জায়গা থেকে গুম হয়ে থাকেন। এ রকম ঘটনার নজির তো আছে।’

‘তবে আমরা আমাদের দায়িত্ব পালন করছি। আইন-শৃঙ্খলা বাহিনী সর্বাত্মক চেষ্টা করে তাকে খুঁজে বের করবে বলে মনে করছি।’

এসব ঘটনা সরকারকে বিব্রত করছে কি-না জানতে চাইলে আনিসুল হক বলেন, ‘এ রকম ঘটনা যে কোনো সমাজ বা রাষ্ট্রে ঘটতেই পারে। ঘটনার পর সরকার কী ভূমিকা পালন করছে, তা দেখা দরকার।’

এসব ঘটনা আইনের প্রতি, বিচারের প্রতি মানুষকে শ্রদ্ধাহীন করে তুলছেন কি-না, জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আমি অন্তত ৫ থেকে ৭টি উদাহরণ এখন দিতে পারব, যেখানে আইনের প্রতি মানুষের শ্রদ্ধা বেড়েছে। নুসরাত হত্যাকাণ্ড, আবরার হত্যাকাণ্ড, রিফাত হত্যাকাণ্ড বা সিনহা হত্যাকাণ্ডের বিচারকার্য যেভাবে সম্পন্ন হচ্ছে, তা বাংলাদেশের জন্য দৃষ্টান্ত বলে মনে করি। তাৎক্ষণিক বিচার হচ্ছে তো। এগুলো তো অস্বীকার করতে পারবেন না। আমরা কিন্তু থেমে নেই।’

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: