Friday 26 April, 2024

For Advertisement

গুরুত্ব পেল যে ১০ মন্ত্রণালয়

3 June, 2021 7:26:50

সরকার আগামী ২০২১-২২ অর্থবছরের জন্য অনুমোদিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) মোট ১ হাজার ৫১৫টি প্রকল্প গ্রহণ করেছে। এর মধ্যে এডিপির আওতায় প্রকল্পের সংখ্যা ১ হাজার ৪২৬টি। এ ছাড়াও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান ও সংস্থার নিজস্ব অর্থায়নে প্রকল্পের সংখ্যা ৮৯টি।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন বছরের জন্য যে ১০টি মন্ত্রণালয়কে গুরুত্ব দিয়ে সরকার এডিপি অনুমোদন দেওয়া হয়েছে। শীর্ষ এই ১০ মন্ত্রণালয় বা বিভাগ হচ্ছে-

১. স্থানীয় সরকার বিভাগ। এ মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ৩৩ হাজার ৮৯৬ কোটি টাকা।

২ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। এডিপিতে মোট বরাদ্দ ২৮ হাজার ৪২ কোটি টাকা।

৩. বিদ্যুৎ বিভাগ। মোট বরাদ্দ ২৫ হাজার ৩৪৯ কোটি টাকা।

৪. বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। এডিপিতে বরাদ্দ ২০ হাজার ৬৩৪ কোটি টাকা।

৫. রেলপথ মন্ত্রণালয়। এডিপিতে বরাদ্দ দেওয়া হয়েছে ১৩ হাজার ৫৫৮ কোটি টাকা।

৬. স্বাস্থ্য সেবা বিভাগ। বরাদ্দ পেয়েছে ১৩ হাজার কোটি টাকা।

৭. মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। বরাদ্দ ১১ হাজার ৯২০ কোটি টাকা।

৮. সেতু বিভাগ। বরাদ্দ ৯ হাজার ৮১৩ কোটি টাকা।

৯. প্রাথমিক ও গণশিক্ষা বিভাগ। এডিপিতে বরাদ্দ পেয়েছে ৮ হাজার ২২ কোটি টাকা।

১০. পানিসম্পদ মন্ত্রণালয়। এ মন্ত্রণালয়ে বরাদ্দ দেওয়া হয়েছে ৬ হাজার ৮১৩ কোটি টাকা।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore