- সাবের হোসেন চৌধুরীর ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ
- পালিয়ে দিল্লি গেলেন পুলিশের সাবেক কর্মকর্তা মনিরুল
- শেরপুরে বন্যায় ৮ জনের প্রাণহানি
- আর্থিক প্রতিষ্ঠানে খেলাপি ২৫ হাজার কোটি টাকা
- সরকার মানুষের মৌলিক অধিকার নিশ্চিতে বদ্ধপরিকর: ড. ইউনূস
- হিজবুল্লাহর রকেটের আঘাতে কাঁপল ইসরাইলের তৃতীয় বৃহত্তম শহর
- শীত কবে আসবে, জানালো আবহাওয়া অফিস
ফিলিস্তিন ইস্যুতে আন্তর্জাতিক সংস্থাগুলো চুপ কেন, প্রশ্ন প্রধানমন্ত্রীর
ফিলিস্তিনের জেরুজালেমে পবিত্র আল আকসা মসজিদ প্রাঙ্গণে সম্প্রতি ইসরায়েল যে বর্বর হামলা চালিয়েছে এই ঘটনায় নিন্দা ও শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই হামলার ব্যাপারে আন্তর্জাতিক সংস্থাগুলোর চুপ থাকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
বুধবার বিকালে জাতীয় সংসদে বাজেট অধিবেশনের শুরুতে শোক প্রস্তাবের ওপর বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু, সংসদ সদস্য আসলামুল হকসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব আনেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এর ওপর সমাপনী বক্তব্য দেন প্রধানমন্ত্রী।
সম্প্রতি ফিলিস্তিনে ইসরায়েলি হামলায় নিহতদের প্রতি শোক জানায় সংসদ। আলোচনায় অংশ নিয়ে সংসদ নেতা বলেন, ‘প্যালেস্টাইনে যে ঘটনা ঘটেছে সে ঘটনা সত্যিই অমানবিক। সেখানে ছোট শিশুদের কান্না এবং তাদের সেই অসহায়ত্ব, মাতৃপিতৃহারা হয়ে ঘুরে বেড়ানো, এটা সহ্য করা যায় না। ইসরায়েল একের পর এক হত্যাযজ্ঞ চালিয়েছে। এর আগেও তারা এই কাজ করেছে। এর প্রতি তীব্র নিন্দা জানাই। এই হামলায় যারা মারা গেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করি।’
প্রধানমন্ত্রী বলেন, ‘ফিলিস্তিনের এই ছোট্ট শিশুরাও অত্যাচারিত। তারা মা-হারা, বাবাহারা। এটা সত্যি খুবই দুঃখজনক। অনেকেই মানবতার এতো কথা বলে। কিন্তু তারাসহ অনেকেই চুপ থাকে। আন্তর্জাতিক বহু সংস্থা চুপ থাকে। তারা এখন কথা বলে না কেন। এটা আমরা বড় প্রশ্ন।’
শেখ হাসিনা বলেন, ‘আমরা ফিলিস্তিনিদের পাশে সব সময়ই আছি। আমাদের পক্ষ থেকে তাদের প্রতি সর্বাত্মক সহযোগিতা অতীতেও ছিল, এখনো আছে। সামনেও অবশ্যই করে যাবো। ইসরায়েলের ঘৃণ্য এই আক্রমণের নিন্দা জানাই।’
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: