Saturday 27 April, 2024

For Advertisement

সৌদিতে প্রবাসীদের কোয়ারেন্টাইন খরচে ভর্তুকি দেবে সরকার

27 May, 2021 9:20:24

বাংলাদেশ থেকে সৌদি আরবে যাওয়া প্রবাসীকর্মীদের কোয়ারেন্টাইন খরচ কমাতে ভর্তুকি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একইসঙ্গে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গমনেচ্ছু বাংলাদেশি কর্মীদের টিকা দেয়ার ক্ষেত্রে বয়স কমানোর চিন্তাভাবনাও করা হচ্ছে।

বৃহস্পতিবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান এই তথ্য।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের যারা সৌদি আরবে যাচ্ছে তাদের সাত দিনের কোয়ারেন্টাইন করতে হয়। ওখানে বিভিন্ন লেভেলের হোটেল রয়েছে। আমাদের প্রবাসীদের জন্য যেসব হোটেল নির্ধারণ করেছে সৌদি সরকার সেগুলো অনেক ব্যয়বহুল। প্রবাসীদের এসব হোটেলে যেতে আগ্রহ কম। তাদের কষ্ট দেখে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, আপনারা হোটেলের ব্যবস্থা করেন। তাই আমরা উদ্যোগ নিয়েছি, প্রবাসীরা সৌদিতে গেলে আমরা সাবসিডি দেবো। বিষয়টি নিয়ে প্রবাসী কল্যাণমন্ত্রীর সঙ্গে আমি আলাপ করেছি।’

আবদুল মোমেন বলেন, ‘আমি আমার রাষ্ট্রদূতকে বলেছি, আপনারা তালিকা করেন, প্রবাসী কল্যাণ বা বিমান আপনাদের তালিকা দেবে, আমাদের প্রবাসীকল্যাণ এটা করবেন।’

ভারতীয় ভেরিয়েন্টের প্রচার বাংলাদেশের শ্রমবাজারকে ক্ষতিগ্রস্ত করছে জানিয়ে মোমেন বলেন, ‘বাংলাদেশে ভারতীয় অনেক লোক এসেছে, কিন্তু এরমধ্যে মাত্র ১৩ জন এফেক্টেড হয়েছে, ব্ল্যাক যে ফাঙ্গাস সেটা একজন। কিন্তু এটার এত বেশি প্রচারণা হচ্ছে সবাই ভয় পাচ্ছে, বাংলাদেশে বোধহয় ভারতীয় ভেরিয়েন্ট খুব বেশি। এরফলে বিভিন্ন দেশ সিঙ্গাপুর, মালয়েশিয়া, আমিরাত, দক্ষিণ কোরিয়া, বাহরাইন ও যুক্তরাজ্য তারাতো রেড অ্যালার্ড দিয়ে রাখছে। বিভিন্ন দেশ আমাদের সব ফ্লাইট বন্ধ করে দিছে। কারণটা হলো তাদের ভয়, ভারতে থেকে লোক বাংলাদেশে এসে ছড়াচ্ছে। সৌদি আরব একমাত্র খোলা।’

করোনাভাইরাস ঠেকাতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ করোনার টিকা ছাড়া প্রবাসীদের দেশগুলোতে প্রবেশ করতে দিচ্ছে না। এমন পরিস্থিতিতে বাংলাদেশ সরকার টিকা দেয়ার ক্ষেত্রে বয়স শিথিলের চিন্তা করছে জানিয়ে মোমেন বলেন, ‘আমাদের একটা প্রপোজাল আসছে, কালকে এটা নিয়ে আন্তঃমন্ত্রণালয় মিটিং। আমাদের যারা মধ্যপ্রাচ্যে যায় তাদের অনেকেই ২০ থেকে ৪০ বছরের মধ্যে। আমাদের টিকার ক্ষেত্রে ৪০ এর বেশি হলে পায়। মধ্যপ্রাচ্যে ডাবল ডোজ হলে কোয়ারেন্টাইন করতে হয় না, শুধু টেস্টে নেগেটিভ থাকলে আপনি বাড়িতে গিয়ে কোয়ারেন্টাইন করেন। আমরা প্রস্তাব করতে চাইব তাদের জন্য স্পেশাল ব্যবস্থা করে ২০ প্লাসদের টিকা দিতে। আমরা এটা নিয়ে কালকে আলাপ করব। এটা হলে ওদের অনেক উপকার হবে। আমরা এটা চিন্তাভাবনা করছি, এখনও কিছু হয়নি।’

করোনাভাইরাসের টিকার ঘাটতি মেটাতে অস্ট্রেলিয়ার অতিরিক্ত মজুদ থেকে সহায়তা চাওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘আজকে অস্ট্রেলিয়ার নতুন রাষ্ট্রদূত আসছিলেন। তাদের দেশের লোকসংখ্যা ২৫ মিলিয়ন। তাদের দেশে নাকি ৯৩ মিলিয়ন টিকা আছে। ওদেরকে বললাম, ‘২৫ মিলিয়নের মধ্যে সবাইতো টিকা নেবে না, হয়ত বেশি হলে বেশি হলে লাগবে ১০-১১ মিলিয়ন। বাকি এই ৮০ মিলিয়ন দিয়ে কী করবে?’

চীন ও রাশিয়া থেকে দেশে দ্রুত সময়ে টিকার আনার জন্য সরকার চেষ্টা করছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রাশিয়া থেকে টিকা সংগ্রহে কাজ চলছে। আজ মুখ্য সচিব, স্বাস্থ্য সচিব, পররাষ্ট্র সচিব রাশিয়ান কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছেন। চীনের সঙ্গে যেভাবে ফাইনাল হয়েছে একইভাবে রাশিয়ার সঙ্গে হবে। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় আর রাষ্ট্রদূত এটা দেখবেন। স্বাস্থ্য মন্ত্রণালয় পাঠাবে আর আমাদের রাষ্ট্রদূত ডিল (চুক্তি) করবেন।’

কবে নাগাদ রাশিয়ার টিকা দেশে আনা সম্ভব হবে জানতে চাইলে মোমেন বলেন, ‘আমি বলতে পারব না, স্বাস্থ্য মন্ত্রণালয় বলতে পারবে।’

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore