Friday 17 May, 2024

For Advertisement

দেশের মানুষ নুনভাত নয় মাছ-মাংসের চিন্তা করে: প্রধানমন্ত্রী

19 April, 2024 7:07:15

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপির বিরুদ্ধে কোন রাজনৈতিক মামলা নেই, সবই আগুন সন্ত্রাসের মামলা। এসব মামলা দ্রুত নিস্পত্তির নির্দেশ দেন তিনি। একই সঙ্গে বিএনপি যে বন্দীর হিসাব দিয়েছে, সে ধারণ ক্ষমতা জেলখানায় নেই বলেও জানান তিনি।

বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ কৃষক লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে শুক্রবার সকালে গণভবনে সংগঠনটির কেন্দ্রীয় নেতারা শুভেচ্ছা বিনিময় করতে গেলে একথা বলেন প্রধানমন্ত্রী।

বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, আমাদের অর্থনীতি কৃষি নির্ভর। তাই জাতির পিতার পদাঙ্ক অনুসরন করেই আওয়ামী লীগের সিদ্ধান্ত দেশের এক ইঞ্চি জমিও অনাবাদী থাকবে না। সমবায় ভিত্তিক কৃষি ব্যবস্থার পরিকল্পনার কথা জানান তিনি।

দেশ এখন খাদ্য ঘাটতি কমিয়ে খাদ্যে উদ্বৃত্ত জানিয়ে সমালোচকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন হয়েছে বলেই, দেশের মানুষ নুনভাত নয় এখন মাছ-মাংসের দাম নিয়ে চিন্তা করে। ফলে যারা সরকারের সমালোচনা করেন, তাদের সেগুলো মাথায় রেখে উন্নয়ন হয়েছে কিনা তা বিবেচনা করতে হবে।

সরকার বছরে ২৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতার দেখানো পথে সমবায় কৃষি নিশ্চিত করা হলে দেশে কখনও খাদ্যের অভাব হবে না।

আওয়ামী লীগ সভাপতি বলেন, বিএনপির বিরুদ্ধে কোন রাজনৈতিক মামলা নেই। সবই আগুন সন্ত্রাসের মামলা। আগুন সন্ত্রাসের মামলা নিস্পত্তির তাগিদ দেন তিনি।

শেখ হাসিনা বলেন, বিএনপির ৬০ লাখ নেতা-কর্মী গ্রেপ্তারের দাবি করছে, কিন্তু দেশের জেলগুলোতে এত ধারণ ক্ষমতাই নেই। বলেন, তারা বাস, লঞ্চ, ট্রেন জ্বালিয়ে দিলে মামলা তো হবেই। তবে এসব কোনো রাজনৈতিক মামলা নয়, এগুলো অগ্নিসন্ত্রাসের মামলা, দুর্নীতির মামলা, গ্রেনেড হামলার মামলা।

বিশ্ব যুদ্ধাবস্থায় জাতীয় উৎপাদন ও মজুদ বাড়ানোর নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে। নিজেদের খাদ্য নিজেরাই উৎপাদন করবো। উদ্বৃত্ত থাকলে অন্যকে সাহায্য করবো।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore