- পূজার স্পেশাল রেসিপি: ‘মুরাদাবাদী চিকেন বিরিয়ানি’
- রক্ত পরিশোধিত করে পটল
- যেসব আমলে জীবন কল্যাণময় হয়
- মুক্তি পেলেন সাবের হোসেন চৌধুরী
- নায়ক জসিম স্মরণে শিল্পী সমিতির দোয়া মাহফিল
- স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার আহ্বান প্রধান উপদেষ্টার
- ত্বকের ঔজ্জ্বল্য বাড়াবে ধনে পাতা!
- দুর্গাপূজা শুধু হিন্দুদের নয়, এটি এখন সার্বজনীন উৎসব : প্রধান উপদেষ্টা
- এয়ার অ্যাম্বুলেন্সে স্বামীকে ব্যাংকক নিয়ে গেলেন তনি
- সাড়ে ৪ কোটি পিস ডিম আমদানির অনুমোদন দিল সরকার
জিডির পর মামুনুল হকের ‘দ্বিতীয় স্ত্রী’ উদ্ধার
বাবা ও ছেলের দায়ের করা সাধারণ ডায়েরির (জিডি) পরিপ্রেক্ষিতে হেফাজতে ইসলামের আলোচিত নেতা মামুনুল হকের কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণাকে উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের বসিলার একটি বাড়ি থেকে তাকে উদ্ধার করে ডিবি পুলিশ।
এর আগে সোমবার ঝর্ণার বাবা ওলিয়ার রহমান রাজধানীর কলাবাগান থানায় ও ঝর্ণার বড় ছেলে আব্দুর রহমান জামি মাকে (ঝর্ণা) উদ্ধারের আবেদন জানিয়ে ১১ এপ্রিল রাজধানীর পল্টন থানায় একটি ডায়েরি করেন। এরপরই গোয়েন্দা পুলিশের একটি দল জান্নাত আরা ঝর্ণার অবস্থান জানার চেষ্টা করেন। আজ তাকে উদ্ধার করে।
ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার মো. আসাদুজ্জামান ঢাকা টাইমসকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বাবা ও ছেলের জিডির পরিপেক্ষিতে জান্নাত আরা ঝর্ণাকে উদ্ধার করা হয়। পরে তাকে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে আনা হয়। বিকালে তাকে তার বাবার জিম্মায় দেয়া হয়েছে।
অভিযানে থাকা একজন গোয়েন্দা কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন মোহাম্মদপুরের একটি বাসায় ঝর্ণাকে আটকে রাখা হয়েছে। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। ওই বাসাটি মামুনুল হকের বোন দিলরুবার বাসা বলে জানা গেছে।
নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকার একটি রিসোর্টে গত ৩ এপ্রিল হেফাজত ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হককে এক নারীসহ ঘেরাও করা হয়। ওই নারীর নাম জান্নাত আরা ঝর্ণা। মামুনুল হকের দাবি, শরিয়তের বিধি মোতাবেক তিনি ঝর্ণাকে বিয়ে করেছিলেন। তবে তাকে স্ত্রীর মর্যাদা, সম্পত্তির অধিকার এবং সন্তান ধারণ না করার শর্তে বিয়ে করেছিলেন বলে দাবি করেন তিনি।
গত ১৮ এপ্রিল হেফাজতের এই নেতাকে রাজধানীর মোহাম্মদপুর থানার একটি মামলায় গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি দ্বিতীয় দফা রিমান্ডে আছেন।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: