- বাংলাদেশ-ভিয়েতনাম অর্থনৈতিক সহযোগিতা জোরদারে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ
- প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
- তুরস্কে ফুয়েল লোডিং অনুষ্ঠানে যোগ দিতে পারেন পুতিন
- ডলারের দাম ‘যেমন খুশি’ নিচ্ছে বেসরকারি ব্যাংক
- ইফতারের জন্য চিড়ার ডেজার্ট তৈরি রেসিপি
- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নষ্ট করেছে বিএনপি: কাদের
- দৃষ্টিশক্তি ও হার্টের ক্ষমতা বাড়ায় খেজুর
- চুলের যত্নে শাক-সবজি
- যুক্তরাষ্ট্রের হুমকি উপেক্ষা করে নতুন বিশ্ব ব্যবস্থার দিকে চীন
- জাহাঙ্গীরের মেয়র পদ নিয়ে রায় পেছাল

ঈদের জামাত কোথায়, জানা যাবে মঙ্গলবার

করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি থাকায় সরকারি নিষেধাজ্ঞার কারণে গত বছরের ঈদুল ফিতরের জামাত উন্মুক্ত স্থান বা ঈদগাহে হয়নি। এবারও করোনা সংক্রমণের হার বেশি। এই অবস্থায় এবারের ঈদুল ফিতরের জামাত মসজিদে, না ইদগাহে তথা উম্মুক্ত স্থানে; সেই সিদ্ধান্ত মঙ্গলবার (২৭ এপ্রিল) জানা যাবে।
ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঈদের জামাত নিয়ে আগামী মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয় বৈঠকে বসবে। ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এই বৈঠকে করোনা সংক্রমণ নিয়ে আলোচনার পর ঈদের জামাত অনুষ্ঠানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এই প্রসঙ্গে রোববার দুপুরে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান সাংবাদিকদের জানান, ‘আগামী মঙ্গলবার এই বিষয়ে আমাদের একটি অফিসিয়াল মিটিং হবে, সেখানে আমরা সিদ্ধান্ত নেবো।’
এদিকে, ধর্ম মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গতবছরের মতো এবারও মসজিদেই ঈদের নামাজ পড়ার নির্দেশনা আসতে পারে। বাইরে খোলা জায়গায় কিংবা ঈদগাহে ঈদের জামাতের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে।
গতবারের মতো ঈদগাহে নিষেধাজ্ঞা থাকবে কি না, এমন এক প্রশ্নের জবাবে ধর্মপ্রতিমন্ত্রী বলেন, ‘আমরা চাই গত বছরের সিদ্ধান্তটাই থাক। তবে সবকিছুই আলোচনা করে আমরা ফাইনাল করবো।’
প্রসঙ্গত, চাঁদ দেখাসাপেক্ষে ১৩ বা ১৪ মে দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে।


প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: