ইন্টারনেট
ADS

ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

20 April 2023, 11:27:18

মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরে প্রতিবারই গণভবনে বিশিষ্টজনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে মহামারি করোনাভাইরাস পরিস্থিতিতে স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় এ শুভেচ্ছা বিনিময় বন্ধ রাখা হয়। এরপর কয়েক বছর এটা বন্ধ।

তবে এবার ঈদুল ফিতরের দিনে গণভবনে বিশিষ্টজনদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী। বুধবার (১৯ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ঈদের দিন গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন বিচারপতি, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনী প্রধান, কূটনীতিক, সিনিয়র সচিব, সচিব ও সমপর্যায়ের বেসামরিক ও সামরিক কর্মকর্তারা।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: