
বঙ্গবাজার ট্রাজেডি: ফায়ারের তদন্ত কমিটি গঠন

রাজধানীর বঙ্গবাজারে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্তদল এরই মধ্যে তাদের কার্যক্রম শুরু করেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার রাতে সংস্থাটির পক্ষ থেকে গণমাধ্যমে এ তথ্য জানানো হয়।
ফায়ার সার্ভিস জানিয়েছে, বঙ্গবাজারের আগুনের বিষয়ে পাঁচসদস্যের তদন্ত কমিটি গঠিত হয়েছে। তদন্ত কমিটির প্রধান করা হয়েছে- সংস্থার পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীকে। সদস্য হিসেবে আছেন, উপ-পরিচালক দিনমনি শর্মা, সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম, ওয়ারহাউজ ইন্সপেক্টর অধীর চন্দ্র এবং উপসহকারী পরিচালক মো. বজলুর রশিদ। তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দিতে সাত কার্যদিবস দেয়া হয়েছে।
মঙ্গলবার সকালে বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছোটবড় পাঁচহাজারের বেশি দোকান পুড়ে গেছে।
দমকল বাহিনীর অর্ধশতাধিক ইউনিট ছাড়াও সেনা, নৌ, বিমানবাহিনী, বিজিবি, পুলিশ ও র্যাব সেখানে কাজ করে। আগুন নিয়ন্ত্রণে নিতে গিয়ে দমকলে বাহিনীর আটজন সদস্য আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।


প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: