
৫ হাজার বীর নিবাসের চাবি হস্তান্তর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
15 February 2023, 12:48:19

দেশের বিভিন্ন এলাকায় আরও পাঁচ হাজার অসচ্ছল বীর মুক্তিযোদ্ধার মধ্যে বীর নিবাসের চাবি হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেছন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার দুপুর ১২টার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যুক্ত হয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রীর অনুরোধক্রমে তার পক্ষে প্রথমে নড়াইলে আয়োজিত অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা শেখ আবদুস সবুরের হাতে বীর নিবাসের চাবি হস্তান্তর করেন জেলা প্রশাসক হাবিবুর রহমান।
উদ্বোধনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দেন। তিনি অনুষ্ঠানে সরাসরি অংশ নিতে না পেরে দুঃখ প্রকাশ করেন।


প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: