Thursday 25 April, 2024

For Advertisement

বিশ্ববিদ্যালয় যেন বাণিজ্যিক প্রতিষ্ঠান না হয়: রাষ্ট্রপতি

31 January, 2023 10:34:31

বিশ্ববিদ্যালয় যেন কোনোভাবেই বাণিজ্যিক প্রতিষ্ঠানে পরিণত না হয় সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। মঙ্গলবার (৩১ জানুয়ারি) কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রথম সমাবর্তনে তিনি বলেন, ‘শিক্ষাকে পণ্য বিবেচনা করে শিক্ষার নামে বিশ্ববিদ্যালয় যেন বাণিজ্যিক প্রতিষ্ঠান না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে।’

রাষ্ট্রপতি বলেন, যারা ব্যবসা করতে চান বাংলাদেশে অনেক সম্ভাবনাময় খাত রয়েছে, সেখানে ব্যবসা করতে পারেন। কিন্তু শিক্ষাকে নিয়ে ব্যবসা করার মানসিকতা পরিহার করুন। বিশ্ববিদ্যালয়গুলোকে বাণিজ্যিক প্রতিষ্ঠানে পরিণত না করে জ্ঞান বিতরণ ও একবিংশ শতাব্দীর উপযোগী প্রাজুয়েট তৈরির প্রতিষ্ঠানে পরিণত করুন।

প্রযুক্তি শিক্ষার ওপর জোর দেয়ার আহ্বান জানিয়ে মো. আবদুল হামিদ বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে প্রযুক্তিভিত্তিক শিক্ষার কোনো বিকল্প নেই। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় ন্যানো টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো বিষয়গুলোকে মাথায় রেখে যুগোপযোগী শিক্ষাক্রম প্রণয়ন করতে হবে।

বিশ্ববিদ্যালয়কে শুধু সার্টিফিকেট দেয়ার প্রতিষ্ঠানে পরিণত না করে জ্ঞান উৎপাদনের প্রতিষ্ঠানে পরিণত করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, বৈশ্বিক নানা প্রতিকূলতা মোকাবিলা করেও সামনের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তাই যুগের চাহিদা অনুযায়ী গ্রাজুয়েট তৈরি করতে হবে। উচ্চশিক্ষা যাতে কোনোভাবেই সার্টিফিকেটসর্বস্ব না হয়, তা নিশ্চিত করতে হবে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore