Monday 6 May, 2024

For Advertisement

‘গ্লোবাল অ্যাম্বাসেডর ফর ডায়াবেটিস’ উপাধি পেলেন প্রধানমন্ত্রী

6 December, 2022 11:32:04

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘গ্লোবাল অ্যাম্বাসেডর ফর ডায়াবেটিস’ উপাধিতে ভূষিত হয়েছেন। পর্তুগালের লিসবনে অনুষ্ঠিতব্য বিশ্ব ডায়াবেটিস কংগ্রেস ২০২২ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন (আইডিএফ) প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই উপাধিতে ভূষিত করা হয়েছে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান এই তথ্য জানান। এর আগে সোমবার (৫ ডিসেম্বর) পর্তুগালের রাজধানী লিসবনে সংগঠনটির বার্ষিক কংগ্রেসে প্রধানমন্ত্রীকে এ উপাধি দেয়া হয়। শেখ হাসিনার পক্ষে সম্মাননা গ্রহণ করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারিক আহসান।

১৭০টি দেশের ২৩০টিরও বেশি জাতীয় ডায়াবেটিস সমিতির সম্মিলিত সংগঠন আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন-আইডিএফ। ব্রাসেলসভিত্তিক সংগঠনটির বার্ষিক কংগ্রেস উপলক্ষে চিকিৎসক থেকে শুরু করে ডায়াবেটিস নিয়ে কাজ করা সংশ্লিষ্টদের মিলনমেলায় পরিণত হয় লিসবন কংগ্রেস সেন্টার মিলনায়তন।

এতে যোগ দেন বাংলাদেশ ডায়াবেটিস সমিতির সভাপতি ড. এ কে আজাদ খানসহ বাংলাদেশ থেকে আসা অর্ধশতাধিক চিকিৎসকের একটি দল।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore