ইন্টারনেট
হোম / জাতীয় / বিস্তারিত
ADS

আবদুল মতিন খসরুর মৃত্যুতে প্রধান বিচারপতির শোক

14 April 2021, 7:50:23

সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
এক শোকবার্তায় প্রধান বিচারপতি বলেন, বাংলাদেশ সুপ্রিমকোর্টের প্রথিতযশা আইনজীবী, সুপ্রিমকোর্ট বার এসোসিয়েশনের নব নির্বাচিত সভাপতি, সাবেক আইনমন্ত্রী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য এডভোকেট আব্দুল মতিন খসরুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।
তিনি বলেন, এডভোকেট আব্দুল মতিন খসরুর সাথে তার দীর্ঘ ৪০ বছরের সম্পর্ক ছিল। তিনি অত্যন্ত নির্লোভ, নিরহংকারী এবং সজ্জন ব্যক্তি ছিলেন। আইনের শাসন প্রতিষ্ঠায় তাঁর অসামান্য অবদান রয়েছে। আইন অঙ্গনের সকলেই তাকে শ্রদ্ধাভরে স্মরণ করবেন।
প্রধান বিচারপতি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭১ বছর বয়সে আজ মারা গেছেন আবদুল মতিন খসরু।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: