ADS
ADS

ব্যক্তিগত সফরে শুক্রবার টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

11 August 2022, 11:45:18

পদ্মাসেতু হয়ে সড়ক পথে ব্যক্তিগত সফরে শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাবেন। দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব কে এম শাখাওয়াত মুন বলেন, ‘শুনেছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় যাবেন। কিন্তু কখন যাবেন এই বিষয়ে কিছু জানি না।’

আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ব্যক্তিগত সফরে আগামীকাল সকালে সড়ক পথে টুঙ্গিপাড়ায় যাবেন। তার সঙ্গে পরিবারের সদস্যরাও যেতে পারেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দিনই ঢাকার উদ্দেশ্যে টুঙ্গিপাড়া ত্যাগ করবেন বলেও জানা যায়।

এর আগে গত ৪ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মাসেতু হয়ে সড়ক পথে গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় যান। সেই সফরে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ পরিবারের অন্যান্য সদস্যরাও গিয়েছিলেন।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: