Sunday 19 May, 2024

For Advertisement

পদ্মা সেতু দেখতে মমতাকে আমন্ত্রণ শেখ হাসিনার

20 July, 2022 10:39:41

কিছুদিন আগেই বহুল কাঙ্ক্ষিত বাঙালির স্বপ্ন ও সাহসের পদ্মা সেতু জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। আর এবার এই গর্বের পদ্মা সেতু পরিদর্শনের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার (১৯ জুলাই) বিকালে বাংলাদেশের পাঠানো আমন্ত্রণপত্র পৌঁছেছে মমতার কার্যালয় নবান্নে। আমন্ত্রণপত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিখেছেন, ‘আপনার সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ রইলো। আগামী সেপ্টেম্বরে আমার নির্ধারিত নয়াদিল্লি সফরকালে আপনার সাথে সাক্ষাতের সুযোগ সৃষ্টি হবে বলে আশা রাখি।’

মূলত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কের উষ্ণতা রয়েছে পাঠানো পত্রে। আমন্ত্রনপত্রে বঙ্গবন্ধুকন্যা লিখেছেন,‘দুই বাংলার ভাষা, সংস্কৃতি ও আদর্শগত সাদৃশ্যের ওপর ভিত্তি করে বিদ্যমান সম্পর্ককে দৃঢ় করতে একযোগে কাজ করার বিকল্প নেই।’ তিনি আশা প্রকাশ করেছেন, ‘পদ্মা সেতু বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গ তথা ভারতের আত্মিক বন্ধনকে আরও দৃঢ় করবে এবং বাণিজ্যিক সম্পর্কে সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করবে।’

আগামী সেপ্টেম্বরে মমতার দিল্লি সফরের এই মুহূর্তে কোনও সূচি নেই। তবে শেখ হাসিনার সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের কারণে তখন মমতা হয়তো দিল্লি যেতেও পারেন।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore