Tuesday 21 May, 2024

For Advertisement

দুই বছর পর এবার জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত

12 April, 2022 7:25:05

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে গত দুই বছর রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হতে পারেনি। এবার সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় দুই বছর পর ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে এই ঈদগাহে।

আবহাওয়া অনুকূলে থাকলে এখানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে আটটায়। ঈদের জামাতের জন্য এরই মধ্যে জাতীয় ঈদগাহ মাঠ প্রস্তুতের কাজ শুরু হয়েছে।

আর আবহাওয়া প্রতিকূল থাকলে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে, সকাল সকাল নয়টায়।

আজ মঙ্গলবার সচিবালয়ে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত হয়। পবিত্র ঈদুল ফিতর উদযাপনের লক্ষ্যে সরকারি কর্মসূচি নির্ধারণে সভাটি হয়।

গত ৩ এপ্রিল শুরু হয়েছে পবিত্র রমজান মাস। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২ বা ৩ মে উদযাপিত হবে মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।

করোনা মহামারির কারণে গত দুই বছর জাতীয় ঈদগাহ মাঠের বদলে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

অবশ্য আবহাওয়া প্রতিকূলে থাকার কারণে এরা আগেও কখনো কখনো বায়তুল মোকাররমে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

এবার আশা করা হচ্ছে জাতীয় ঈদগাহ মাঠে ঈদের নামাজে অংশ নিতে পারবেন মুসল্লিরা। ফিরে আসবে আগের সেই ভ্রাতৃত্ববোধের মহামিলনের দৃশ্য।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore