- দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ব্যবসায়ীদের সতর্ক করলেন ইউএনও
- ডলারের দাম ‘যেমন খুশি’ নিচ্ছে বেসরকারি ব্যাংক
- তুরস্কে ফুয়েল লোডিং অনুষ্ঠানে যোগ দিতে পারেন পুতিন
- যুক্তরাষ্ট্রের হুমকি উপেক্ষা করে নতুন বিশ্ব ব্যবস্থার দিকে চীন
- এবারের আইপিএলে যত নতুন নিয়ম
- আরো দুই বছর শিল্পকলা একাডেমির মহাপরিচালক লাকী
- যেসব কারণে রোজা ভেঙে কাজা-কাফফারা ওয়াজিব হয়
- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নষ্ট করেছে বিএনপি: কাদের
- দেশের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে
- জাহাঙ্গীরের মেয়র পদ নিয়ে রায় পেছাল

সদরঘাট থেকে সকল প্রকার লঞ্চ চলাচল বন্ধ

সদরঘাট থেকে সকল প্রকার লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এই নির্দেশনা দিয়েছে বিআইডব্লিউটিআই। ঝড়ো আবহাওয়ার কারনে এই সিন্ধান্ত নেয়া হয়। আগামীকাল থেকে দেশে শুরু হচ্ছে লকডাউন। আর এতে বাড়ি যেতে সদরঘাট ভির করেছে হাজার হাজার মানুষ। লঞ্চ বন্ধ করায় ভোগান্তিতে পরেছে তারা। যদিও এখনও অনেকে জানেনা যে লঞ্চ বন্ধ করে দেওয়া হয়েছে।
এদিকে, আজ রবিবার (৪ এপ্রিল) বিকেলে হঠাৎ করেই কালবৈশাখী ঝড় আঘাত আনে। গাইবান্ধার সুন্দরগঞ্জ ও পলাশবাড়ী উপজেলায় ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যায়। বিভিন্ন উপজেলায় হঠাৎ শুরু হওয়া ঝড়ে ঘরবাড়ি-গাছপালা ভেঙে পড়ে। এই ঘটনায় তিন নারীসহ চারজন প্রাণ হারিয়েছে বলে খবর পাওয়া গেছে।
অন্যদিকে, নারায়নগঞ্জের শীতলক্ষ্যায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে একটি লঞ্চ ডুবে গেছে। আজ রোববার (০৪ এপ্রিল) এ লঞ্চ দুর্ঘটনা ঘটে। নিখোঁজদের উদ্ধার কাজ শুরু হয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। জানা গেছে, ডুবে যাওয়া লঞ্চটির নাম রাবিতা আল হাসান। নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ রুটে যাত্রী নিয়ে চলাচল করে লঞ্চটি। প্রতিদিনের মতো রোববার যাত্রী নিয়ে গন্তব্যে যাওয়ার পথে শীতলক্ষ্যা নদীতে একটি কার্গো জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়।


প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: