ইন্টারনেট
ADS

‘রিসোর্টে মামুনুল হকের সঙ্গে থাকা সেই নারী পার্লার কর্মী’

4 April 2021, 5:51:33

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের রয়েল রিসোর্টে হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হকের সঙ্গে যে নারী ছিলেন তিনি পার্লারের কর্মী বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশনের তৃতীয় ও সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

রয়েল রিসোর্টের ঘটনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি মুফতিকে বেশি কিছু বলতে চাই না। গতকালকেই আপনারা দেখেছেন। এরা একদিকে ইসলামের নাম, ধর্মের নাম, পবিত্রতার নাম এত কিছু বলে যত অপবিত্র কাজ করে ধরা পড়ে সোনারগাঁয়ে একটি রিসোর্টে।’

শেখ হাসিনা বলেন, ‘একটা রিসোর্টে ধরা পড়ে হেফাজতের জয়েন্ট সেক্রেটারি। সে ধরা পড়ল। এবং সেটা ঢাকার জন্য নানা রকম চেষ্টা। পার্লারে কাজ করা এক মহিলা। এদিকে বউ হিসেবে পরিচয় দেয়, আবার নিজের বউয়ের কাছে বলে যে, অবস্থার পরিপ্রেক্ষিতে আমি এটি বলে ফেলেছি।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘যারা ইসলাম ধর্মে বিশ্বাস করে, এরকম মিথ্যা কথা, অসত্য কথা কি তারা বলতে পারে? তারা তো বলতে পারে না। তাইলে এরা কী ধর্ম পালন করে আর মানুষকে কী ধর্ম শেখাবে?’

এর আগে গতকাল হেফাজত নেতা মামুনুল হক এক নারী নিয়ে সোনারগাঁয়ের রিসোর্টে যান। সেখানে স্থানীয়রা তাকে ঘেরাও করে। মামুনুল হক ওই নারীকে তার দ্বিতীয় স্ত্রী দাবি করেন। এসময় তিনি জানান, দ্বিতীয় স্ত্রীর নাম আমেনা তইয়্যেবা। বাড়ি খুলনায়, শ্বশুরের নাম জাহিদুল ইসলাম।

তবে ওই নারী জানিয়েছেন তার নাম জান্নাত আরা, বাবার নাম অলিয়র, গ্রামের বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গায়।

দুইজনের তথ্যে নানা অনিয়মের পর রাতে তিনটি মোবাইল কথোপকথনের অডিও ফেসবুকে ফাঁস হয়।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: