- বাড্ডায় মিষ্টির দোকানে আগুন
- কেজিতে ১০০ টাকা কমেছে ব্রয়লার মুরগির দাম
- তোকমার ৭ গুণ জেনে রাখুন
- দেশের ৬ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
- বাইডেনের চিঠিতে ‘জয় বাংলা’, বাংলাদেশের জনগণ ও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা
- উইন্ডোজ ইউজারদের জন্য হোয়াটসঅ্যাপ এর নতুন অ্যাপ
- তরুণদের মধ্যে যে কারণে বাড়ছে হৃদরোগ
- বিএনপিকে সংলাপে নয়, অনানুষ্ঠানিক আলোচনায় ডেকেছি: সিইসি
- বৃহস্পতি থেকে শনি শক্তিশালী কালবৈশাখীর আশঙ্কা
- বিমানবন্দর সড়কের যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা

করোনায় একদিনে আরও ৫৮ মৃত্যু, শনাক্ত ৫৬৮৩

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ৫৮ জনের মৃত্যু হয়েছে। ভাইরাসটি শনাক্ত হয়েছে আরও ৫ হাজার ৬৮৩ জনের দেহে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শনিবার সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে ৬ হাজার ৬৮৩ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৬ লাখ ৩০ হাজার ২৭৭ জনে। আর গত এক দিনে মারা যাওয়া ৫৮ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট ৯ হাজার ২১৩ জনের মৃত্যু হলো। একই সময়ে পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৩ দশমিক ১৫ শতাংশ হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে গত এক দিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ২ হাজার ৩৬৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাতে এ পর্যন্ত সুস্থ
রোগীর মোট সংখ্যা বেড়ে ৫ লাখ ৪৯ হাজার ৭৭৫ জন হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট ২২৭টি ল্যাবে ২৪ হাজার ৫৪৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৪৭ লাখ ৫২ হাজার ৬৬১টি নমুনা।
২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২৩ দশমিক ১৫ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭ দশমিক ২৩ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।
গত এক দিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে ৩৮ জন পুরুষ আর নারী ২০ জন। সবাই হাসপাতালে মারা গেছেন।
বয়স বিশ্লেষণে দেখা গেছে, নতুন মারা যাওয়া ৫৮ জনের মধ্যে ৩৪ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি, ১৬ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরে মধ্যে, চারজনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, চারজনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে।
মৃতদের মধ্যে ৩৯ জন ঢাকা বিভাগের, ১২ জন চট্টগ্রাম বিভাগের, তিন জন খুলনা বিভাগের, দুইজন বরিশাল বিভাগের এবং রংপুর ও ময়মনসিংহে বিভাগের একজন করে বাসিন্দা ছিলেন।


প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: