ইন্টারনেট
হোম / জাতীয় / বিস্তারিত
ADS

সকল ইউপি নির্বাচন স্থগিত

1 April 2021, 5:45:58

করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে সকল ইউপি নির্বাচন স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (১ এপ্রিল) বিকালে আগামী ১১ এপ্রিল অনুষ্ঠেয় দেশের ৩৭১ ইউনিয়ন পরিষদ নির্বাচন, ষষ্ঠ ধাপে ১১টি পৌরসভার সাধারণ নির্বাচন এবং লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচন স্থগিত করছে ইসি। দেশের করোনার সংক্রমণ উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ার কারণে পরিবর্তিত পরিস্থিতিতে ইসি এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে কমিশন সূত্রে জানা গেছে। বৈঠকে এসব নির্বাচন স্থগিতের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত করা হয়েছে।

জানা গেছে, সোমবার (২৯ মার্চ) করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় সরকার ১৮ দফা নির্দেশনা জারির পরপরই কমিশন এক অনির্ধারিত বৈঠকে বসে। সেখানে দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছানোয় সরকারের ১৮ দফা নির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক সূত্র জানায়, ৩১ মার্চের ভোট স্থগিত নিয়েও আলোচনা হয়। তবে ব্যালট পেপার ছাপাসহ অন্যান্য সব কার্যক্রম ইতোমধ্যে শেষ।

ওই নির্ধারিত আলোচনায় সরকারি নির্দেশনা অনুযায়ী ৫০ শতাংশ কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতিতে অফিস পরিচালনার সিদ্ধান্ত হয়। এছাড়া মাঠপর্যায়ে চলমান সব প্রশিক্ষণ ৩১ মার্চের পরে স্থগিতের সিদ্ধান্ত হয়।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: