Thursday 16 May, 2024

For Advertisement

মৃত্যু ভয় উপেক্ষা করে দেশবাসির সেবা করে যাচ্ছি : প্রধানমন্ত্রী

28 November, 2021 8:44:36

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি জানি, যে কোনো মুহুর্তে আমাকে হত্যা করা হতে পারে, তবুও আমি মৃত্যু ভয় উপেক্ষা করে দেশবাসির সেবা করে যাচ্ছি। ওরা ৭৫ এর ১৫ আগস্টে আমার বাবা-মা, ছোট ভাই রাসেল, ছোট দুই ভাই, ভাইবৌসহ বেশ কয়েকজনকে হত্যা করে। তখন আমি বিদেশে থাকায় বেঁচে যাই।

রবিবার (২৮ নভেম্বর) জাতীয় সংসদের পঞ্চদশতম অধিবেশনের সমাপ্তি ভাসনে এসব কথা বলেন।

এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, আমি জানি আমিও রেহাই পাবো না, সে সব উপেক্ষা করে আমার ছোট ছেলেটাকে আমার বোনের কাছে রেখে আমি দেশে ফিরে আসি। আমি আমার বাবার স্বপ্ননপূরণে কাজ করে যাচ্ছি, আমার বাবা আজীবন এই বাংরাদেশের জন্য সংগ্রাম করে গেছেন, বহু বার জেল খেটেছেন, আমৃত্যু তিনি জনগনের ভাগ্য উন্নয়নে জীবন উৎসর্গ করেচেন। আর আমার মা তার পাশে থেকে সাহস ও প্রেরণা জুগিয়েছেন।

তিনি আরও বলেন, আমরা জাতীসংদের দেয়া তিনটি সুচকের চেয়ে অনেক বেশী উন্নয়ন ঘটিয়েছি। যার ফলশ্রুতিতে সিপিডি দু বার পর্যালোচনা করে। এবার আমাদের লক্ষ্য ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত সম্মৃদ্ধ দেশে রূপান্তরিত করা।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore