ইন্টারনেট
হোম / জাতীয় / বিস্তারিত
ADS

হরতালের আগের রাতেই সায়েদাবাদে বাসে আগুন

27 March 2021, 10:00:15

আগামীকাল রবিবার সকাল-সন্ধ্যা হেফাজতে ইসলামের ডাকা হরতালের আগের রাতে রাজধানীর সায়েদাবাদের জনপদ মোড়ে যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

আজ শনিবার (২৭ মার্চ) রাত পৌনে ৮টার দিকে যাত্রীবাহী ওই বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় তাড়াহুড়ো করে নামতে গিয়ে বেশ কয়েকজন যাত্রী আহত হন।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাযহারুল ইসলাম কাজল বলেন, রাতে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। কারা বাসটিতে আগুন দিয়েছে তা জানতে তদন্ত করছে পুলিশ। এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।

এর আগে দুপুরে রাজধানীর মালিবাগে একটি যাত্রীবাহী বাসেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পুলিশ বক্সের সামনেই বাসটিতে আগুন ধরে যায়। তবে কি কারণে বাসটিতে আগুন লেগেছে তা এখনও নিশ্চিত হওয়া যায় নি।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: